সোনারতরী আমার স্বপ্নের নৌকাখানি । সেই ২০০৮ এর ফাল্গুনে প্রেমে পড়ে গেছিলাম সোনারতরীর ।
তারপর থেকে কখনো সে বুঝে নিয়েছে আমার মুড সুইং, মেপেছে আমার মনের হাংরি টাইড; হ্যালুসিনেটেড হাইওয়ের ধারে দাঁড়িয়ে সঁপে দিয়েছি নিজেকে তার কাছে । সেই থেকে তার হাতদুটো ধরে এগিয়ে চলেছি ছেঁড়া ছেঁড়া কবিতায়, অলস ভাবনার গদ্যে ।
সময়ের হাত ধরে চার বছর চলার পর অনেকে সোনারতরীর ডিঙি নৌকাখানিতে তুলে দিয়েছে তাদের কলম, খুলে দিয়েছে ভাবনার খোলাখাতা ।
বিগত কয়েকবছর ধরে সোশ্যালনেটওয়ার্কিং মারফত অনেক বন্ধু জুটেছে । সেই বন্ধুদের নিয়ে সোনারতরী ভেসে চলেছে আপনমনে ।
প্রথমে হৈ হৈ করে শুধু অর্কুটের স্টেটাস আপডেট দিয়ে আমরা লিখেছিলাম একরাশ কবিতা যার নাম ছিল “অর্কুট-আগমনী-পাঁচালি” ।
তারপর এল ফেসবুক । অর্কুট এবং ফেসবুকের বেশকিছু বন্ধুদের বসন্তের কবিতা নিয়ে “দোলছুট” ।
ঠিক সেবছরেই পয়লাবৈশাখে জায়গা পেয়েছিল “পয়লা-সাহিত্য-পার্বণ” ।
২০১১ পুজোয় “প্যাপিরাস” (পুজোসাংখ্যা ) নামকরণ করলাম এই ডিজিটাল আন্তর্জালিক পত্রিকার ।
সেই থেকে বছরে দুটি উত্সব সংখ্যা প্রকাশিত হয় প্যাপিরাসের । একটি পুজো এবং অন্যটি পয়লাবৈশাখ । এইটে হল প্যাপিরাসের তৃতীয় পুজোসংখ্যা ।
বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে । পাশে থেকো সকলে প্যাপিরাসের ।
সুন্দর সম্পাদকীয়।
Lekha pathanor upae .jante chai.
আপনাকে ধন্যবাদ জানাই !
প্যাপিরাসে পরবর্তী সংখ্যা দুর্গাপুজোর আগেই প্রকাশিত হবে । আপনার লেখাটি মেল করে পাঠাতে পারেন । সাধারণত আমাদের একটি বিষয় থাকে । তবে পুজোসংখ্যায় সেটি থেকে ছাড় । আপনি ২০ লাইনের কবিতা , ৬০০ শব্দে ভ্রমণ কাহিনী অথবা ১০০০ শব্দে ছোট গল্প পাঠাতে পারেন । আপনার লেখা মেল করুন indira@sonartoree.com এ । আপনার লেখাটি ইউনিকোডে টাইপ করে doc file এ পাঠান ঐ ঠিকানায় ।
একটি সর্বাঙ্গ সুন্দর পত্রিকা ।
sorbangosundar…..
মাননীয়া,নমস্কার নেবেন।পত্রিকা বেশ ভালো লাগলো।পরবর্তী সংখ্যার জন্যে লেখা পাঠাতে চাই।মেল এড্রেস পাঠাতে অনুরোধ জানাই।
ইতি:তাপসকিরন রায়।
@ তাপসকিরন রায়,
আপনাকে ধন্যবাদ !
প্যাপিরাসের পরবর্তী সংখ্যা দুর্গাপুজোর আগেই প্রকাশিত হবে । আপনার লেখাটি মেল করে পাঠাতে পারেন । আপনি ১২লাইনের মধ্যে কবিতা কিম্বা ১২০০ শব্দে ভ্রমণ বৃত্তান্ত অথবা ১২০০ শব্দে ছোট গল্প পাঠাতে পারেন
আপনার লেখা মেল করুন , mail address:
indira@sonartoree.com
এক কথায় .. জাস্ট অসাধারণ !!!
এগিয়ে চলুক,খুব ভাল লাগল…
বাহ্….বেশ সুন্দর eপত্রিকা, নতুন দেখলাম । নীর্মাতার জন্য শুভকামনা রইল ।
আমি বাংলাদেশ থেকে বলছি। আমিও প্যাপিরাসে পরবর্তী সংখ্যায় লিখতে চাই। আমাদের এদিকে সেভাবে পূজার দিনক্ষণ মনে রাখা হয় না। কবে নাগাদ পাঠাতে হবে তারিখটা উল্লেখ করলে খুশি হতাম।
Nomaskar.Ami New Delhi thekhee lekhchee.ami golpo kabita , chora lekhee thakee. lekhar sujoger opekhay roil lam. Dhanyabad.
Jayanta Gooupta Choudhury, New delhi Dt,17/05/2014
আপনাদের পত্রিকায় আমি কি একটি ছোটো গল্প পাঠাতে পারি। দেখুন না একবার।
পরের সংখ্যায় লেখা পাঠাতে চাই । কি করতে হবে জানতে চাই ?
ভীষণ সুন্দর সাজানো ,গোছানো একটি পত্রিকা। আমিও মাঝে সাকজে লিখি। আপনাদের পত্রিকায় লেখা পাঠাতে গেলে কি করতে হবে,যদি জানান, তাহলে উপকৃত হই। শুভেচ্ছা সহ। সুতপা।